ছাত্রলীগ সভাপতিকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদ্য নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি ও একাধিক হত্যা মামলার আসামি তানজির আহাম্মেদ খান রিয়াজকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে তার শ্বশুরবাড়ি রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজের বাড়ি তারাবো পৌরসভার রূপসী গ্রামে। তার বাবার নাম রবিউল ইসলাম খান

জানা যায়, স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে বিভিন্ন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পরবর্তীতে রূপগঞ্জ থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে রিয়াজকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment