ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা এসি ও নন-এসি বাসের ভাড়া কমানোর দাবিতে হরতালসহ ৯টি কর্মসূচির ঘোষণা দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামে নারায়ণগঞ্জের একটি নাগরিক সংগঠন। শনিবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি।
রফিউর রাব্বি বলেন, যুগের পর যুগ ধরে সারাদেশে গণপরিবহন নিয়ে এক অরাজক পরিস্থিতি বহাল রয়েছে। সরকার বদলালেও অরাজকতা দূর হয় নাই। সরকার তাদের দলীয় লোকজনকে অনৈতিক সুবিধা দিতে এই সেষ্টার বিধিকেট গড়ে তুলেছে। যে সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে এই অরাজকতা ভয়াবহ ভাবে বৃদ্ধি পেয়েছে। সাবেক নৌমন্ত্রী শাজাহান খান একাই গত ১৫ বছরে পরিবহন খ্যাত থেকে চাঁদাবাজি করেছেন ২৪ হাজার কোটি টাকা বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
তিনি আরও বলেন, বিগত সময় দেখা যায় শেখ হাসিনা সরকার সব সময়ই ছিল পরিবহন মালিক ও মাফিয়া বান্ধব। নিজেদের দলীয় ক্যাডার ও আত্মীয়-স্বজনদের অনৈতিক সুবিধা দিতে জনগণের বিরুদ্ধে যেয়ে সব সময় কিলোমিটার প্রতি পরিবহনের ভাড়া নির্ধারণ করেছে অযৌক্তিকভাবে। সরকারের এ গণবিরোধী নীতির সাথে মিল রেখে পরিবহন মাফিয়াসের সঙ্গে যোগসাজসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও (বিআরটিএ) জনগণের স্বার্থকে অবজ্ঞা করে বিভিন্ন স্থানের ভাড়া নির্ধারণ করে গেছে।
রফিউর রাব্বি বলেন, নামায়ায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো এই পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। যথেচ্ছভাবে ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সবসময় তাদের সহায়তা করেছে। গত ৫ আগস্টের পর থেকে দাবি জানিয়ে আসছি নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সকল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার এবং ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার। জেলা প্রশাসনের সভায় এ সব অসঙ্গতি তুলে ধরলেও তা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয় নাই। তাই আমরা দাবি জানাচ্ছি নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, কোবগা (তাজমহল) রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্থেক ভাড়া কার্যকর করতে হবে, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। অন্যথায় ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল লিফলেট বিতরণ, মশাল মিছিলসহ নানান কর্মসূচি পালন করা হবে। দাবি না মানা হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহয়ে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ-দিবস সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করা হবে।