মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকার পাতাবালি এলকার কবরস্থান থেকে ২০টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ওই হাতবোমা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ঠ্যাংগামারা গ্রামের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে সামসুল হক বেপারীর পারিবারিক কবরস্থান থেকে দুই বালতিতে ২০টি হাতবোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এর আগেও বেশ কিছু হাতবোমা উদ্ধার করা হয়েছে।