অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকা উচিত নয়: তারেক রহমান

জাতিসংঘ ঘোষিত ‘মানবাধিকার দিবস’ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ হিসেবে ঘোষণা করে। এবারের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’।এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারেক রহমান বিশ্বের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো মানুষ যাতে মানবাধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য অর্জনে ন্যায়নিষ্ঠ রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ একদলীয় শাসনের কালো অধ্যায় অতিক্রম করেছে, যেখানে মানুষের মৌলিক অধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। এই দুঃসময়ে যারা প্রতিবাদ করেছিলেন, তাদের অনেকেই নিপীড়ন, মিথ্যা মামলা, কারাবাস, গুম ও হত্যার শিকার হয়েছেন। তিনি এসব শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং এখনো নির্যাতিতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, “আজ আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার এক নতুন যাত্রায় আছি।”জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন যেখানে কারও অধিকার লঙ্ঘিত হবে না।

তারেক রহমান বলেন, দেশের আপামর জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস ও মিথ্যা মামলায় শাস্তি আমাদের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। এই ঘটনা স্মরণ করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়।

তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষা ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। তিনি জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে সবাইকে এই যাত্রায় এগিয়ে আসার আহ্বান জানান এবং এটিকে দৃঢ় অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে বলেন।

Leave a Comment