এইমাত্র পাওয়া: আ.লীগ নেতার গাড়িতে আগুন

র্জাতিকজবসখেলাধুলাইসলামবিনোদনপ্রবাসবিচিত্র জগৎ Subscribe ফলো করুন
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১:২৬
এইমাত্র পাওয়া: আ.লীগ নেতার গাড়িতে আগুন

এইমাত্র পাওয়া: আ.লীগ নেতার গাড়িতে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতিতে বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই হামলাকারীদের ভয়ে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছিলেন। শ‌নিবার সকালে হযরত আলী তালুকদারের বালুর ঘাটে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। রাতে হযরত আলী তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন। এ সময় কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালায় এবং বাইরে থাকা হযরত তালুকদারের মাইক্রোবাসে আগুন ধরি‌য়ে চলে যায়।

সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার বলেন, স্থানীয় বিএনপি নেতা বাবুল তালুকদারের নেতৃত্বেই এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারা কা‌লিহাতির সবগু‌লো ঘাট নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা কর‌ছে। এরই মধ্যে কিছু ঘাট দখ‌লে নি‌য়ে‌ছে তারা।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠা‌নো হ‌য়েছে। বালুর ঘাট‌ দখলকে কেন্দ্র ক‌রে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘ‌টে‌ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Leave a Comment