সাকিবকে বিদায় দিতে না পারাকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন শান্ত

সব ঠিক থাকলে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামতেন সাকিব আল হাসান। তবে সেটি এখন হচ্ছে না। শেষ পর্যন্ত তাকে ছাড়ায় আগামীকাল মাঠে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারছেন না সাকিব। যা নিয়ে আক্ষেপ ঝরে পড়েছে অধিনায়ক শান্তর কণ্ঠে। সাকিবের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তিনি।

দেশের মাটিতে সাকিবকে বিদায় না নিতে পারা নিয়ে শান্ত বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে হত্যা মামলা হয়। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সতীর্থ ক্রিকেটাররা। তবে এবার সেই অর্থে কোনো ক্রিকেটারকেই দেখা যায়নি ফেসবুকে সাকিবকে নিয়ে সরব হতে।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

Leave a Comment