ব্যাংক দেউলিয়া, সেই সাথে মাকেও হারালেন আলোচিত এস আলম

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রবিবার (২০ অক্টোবর) ভোরে তিনি ঢাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

এই মহিয়সী নারী সাত ছেলে, পাঁচ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছে, রবিবার বাদে আছর চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার আগে মরহুমার মরদেহ হেলিকপ্টার-যোগে ঢাকা থেকে নিয়ে আসা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে চেমন আরা বেগমের জন্ম। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক আখতারুজ্জামান বাবুর বড় বোন তিনি। চেমন আরা বেগমের মৃত্যুতে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি সন্তানদের আজীবন অনুপ্রাণিত করে গেছেন।

Leave a Comment