ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভে’ কার্যত অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। আজ মঙ্গলবার ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপরও রাস্তা থেকে সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের।
ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে আজ মঙ্গলবার অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জিও নিউজ বলছে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, সরকার সব উপায়ে পিটিআই নেতাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কেবল আলোচনা থেকে আরও সময় পেয়েছে এবং রাজধানীর দিকে এগিয়ে গেছে।
এ কারণে পরিস্থিতি যেকোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদের আইজিকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
এদিকে সংঘাতের মধ্যেই মুলতান, রাজনপুর, গুজরাট ও আরও কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বিঘ্ন ঘটছে।
গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশ থেকে ৪ হাজারের বেশি পিটিআই নেতাকর্মীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ।
সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।