সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ও সিরিয়া বিজয়ে কিশোরগঞ্জে তরুণ আলেম প্রজন্মের ব্যানারে আনন্দ মিছিল করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে এ আনন্দ মিছিল জেলা শহরের শহিদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসে শেষ হয়।
এসময় ‘আসাদ থেকে হাসিনা, কোন স্বৈরাচার টিকেনা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, ‘কাবুল থেকে দামেস্ক, ঢাকা থেকে দিল্লি, সারা বিশ্বের মুসলিম এক হও এক হও’ ‘হাসিনা গেছে যেই পথে, বাশার গেছে সেই পথে’- বলে স্লোগান দেয়।
এসময় বক্তারা বলেন, ‘সিরিয়ায় একনায়ক বাশার আল-আসাদের পতন আমাদের জন্য আনন্দের। বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের অভিজ্ঞতা আমাদেরকে আরো সংবেদনশীল করেছে। পৃথিবীর ইতিহাসে সব স্বৈরাচারই পতিত হয়েছে। সিরিয়ার বিপ্লবীদের বিজয়ে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তারা আরও বলেন, ‘আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম, যারা কাবুল, বাংলাদেশের এবং সিরিয়ার বিজয় দেখার সুযোগ পেয়েছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন ফিলিস্তিনের বিজয়ও দেখতে পারি।