মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, তাকে গণহত্যার আসামী হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি দাবি করেন যে, হাসিনাকে বিচার করার জন্য তাকে আদালতে আনা হবে এবং তার বিচার করা হবে।
রোববার (৮ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদরদপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এই মন্তব্য করেন ফরিদা আখতার। তিনি বলেন, “শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে ছাত্র-জনতাই একমাত্র সফল হয়েছে।”
এছাড়া, তিনি বলেন, “আমাদের দায়িত্ব শুধুমাত্র সরকারের মন্ত্রণালয় পরিচালনা করা নয়, দেশের প্রতি, মানুষের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি।” তিনি আরও যোগ করেন, “আমরা যদি জুলাই বিপ্লবে জড়িতদের জন্য কিছু করতে না পারি, তাহলে আমাদের যে শাস্তি হবে তা মাথা পেতে নেবো।”
ফরিদা আখতার পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে মন্তব্য করে বলেন, “এ বিচার অবশ্যই হবে, এই সরকার পিলখানা হত্যার বিচার করবে।” তিনি বিজিবি সদস্যদের উদ্দেশ্য করে বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের বিচার তারা অবশ্যই চাইবে।”
অনুষ্ঠানে তিনি ইলিশ চোরাচালানের বিষয়েও কথা বলেন এবং বিজিবিকে ইলিশ চোরাচালান বন্ধ রাখতে নজরদারি বাড়ানোর অনুরোধ জানান।
এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।