‘পুলিশ সংস্কারে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের মডেল অনুসরণ করা হবে’

পুলিশ সংস্কারে প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার সীমিত করতে ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করার প্রস্তাব দিয়েছে পুলিশ সংস্কার কমিশন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে এ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কথা বলেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন।

সফর রাজ হোসেন জানান, সংস্কারের মূল লক্ষ্য হলো পুলিশকে শান্তিপ্রিয় বাহিনী হিসেবে গড়ে তোলা এবং জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার উপযোগী করা। তিনি বলেন, “পুলিশ যেন কোনোভাবেই জনগণের প্রতিপক্ষ না হয় এবং তাদের ওপর আস্থা রাখতে পারে—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাব বাস্তবায়নে সরকারের অনুমোদন পেলে পুলিশকে ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে প্রাণঘাতি অস্ত্রের প্রয়োজন না পড়ে।

সভায় পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করুক। এর জন্য বাহিনীকে কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে।”

সভায় গত ১৫ বছরে পুলিশের নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, গুম, নিপীড়ন ও প্রাণহানির মতো ঘটনা ঘটার পরও পুলিশের পক্ষ থেকে উল্টো তাদের ওপর চাপ তৈরি করা হয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেন, পুলিশ যেন আর কখনো রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা জরুরি।

Leave a Comment