‘আবার বর চাই?’ শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতেই কটাক্ষের মুখে শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) নামটা সকলের কাছেই বেশ পরিচিত। টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী তো বটেই ব্যক্তিগত জীবনের কারণেও সর্বদাই চর্চায় থাকেন শ্রাবন্তী। সম্প্রতি শিবরাত্রি পালন করে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।

শিবরাত্রির দিনে মহিলারা সকাল থেকে উপোষ করে থাকেন। এরপর শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে তবেই অন্য গ্রহণ করেন। এদিন লক্ষ লক্ষ মহিলার মত শ্রাবন্তীও শিবের মাথায়  শিবরাত্রি উপলক্ষে। নীল শাড়ি পরে দুধের ঘটি নিয়ে দেখা গেল অভিনেত্রীকে। সেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘ওঁ নমঃ শিবায়ঃ’। ইতিমধ্যেই ২১ হাজারেরও বেশি লাইক আর অজস্র কমেন্ট পড়েছে। সেখানেই এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘আবার বর চাই?’

প্রসঙ্গত, তিনবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। কিন্তু তৃতীয় স্বামী রোশনের সাথেও চলছে বিচ্ছেদের মামলা। ডিভোর্সের জন্য মোটা টাকা খোরপোষ দাবি করেছেন অভিনেত্রী, এমনটাই মন্তব্য রোশনের।

এদিকে সম্প্রতি কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়েতে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। সেই নিয়েও নেটপাড়ায় অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় অভিনেত্রীকে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে আমার কিছুই কিছুই বলার নেই। একটাই কথা বলব লাইফ মুভস অন’।

Leave a Comment