কালভার্টের নিচে মিলল হাসানের লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় মো. হাসান (৪২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় দোহাজারী-কক্সবাজার রেললাইনের পাশের একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জোবায়ের হোসেন (২১) ও বাবু দে (২০) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসান একই এলাকার বাসিন্দা ও পান ব্যবসায়ী ছিলেন। গেল বৃহস্পতিবার দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।

জানা গেছে, গ্রেপ্তার তুই তরুণকে রোববার রাতে মিরিখিল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরাও মিরিখিল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, হাসান স্থানীয় চুনতি বাজারে বাবার সঙ্গে পানের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। এ ঘটনার পরদিন তার পরিবার লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। গতকাল রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পান বিক্রির টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের জন্য ওই ব্যবসায়ীকে পথরোধ করেন আসামি জোবায়ের ও বাবু। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্যমতে, গলায় শার্ট পেঁচিয়ে শ্বাস রোধ করে হাসানকে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর হাসানের ছোট ভাই বাদী হয়ে গ্রেপ্তার দুই তরুণের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment