বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেশ কয়েক দিন ধরেই রেকর্ড সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে। আগামী বছরের শুরুতে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৭০০ ডলারে পৌঁছতে পারে। সোমবার এক নোটে এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বমুখী চাহিদা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে, এ সম্ভাবনায় স্বর্ণের দাম বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
এদিকে শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ (সিএমই) জানায়, চলতি বৈঠকে ফেড সুদহার ২৫ শতাংশীয় পয়েন্ট কমাতে পারে, এ সম্ভাবনা ৩৩ শতাংশ রয়েছে বলে মনে করছেন কিছু বাজার বিশ্লেষক। অন্যদিকে সুদহার ৫০ শতাংশীয় পয়েন্ট কমাতে পারে, এ সম্ভাবনা ৬৭ শতাংশ রয়েছে বলে মনে করছেন অন্যরা।
নোটে বিনিয়োগ ব্যাংকটি জানায়, অর্থনীতিবিদদের অনুমান অনুযায়ী, ফেডের নীতিনির্ধারকরা চলতি বৈঠকে ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার কমালে স্বর্ণের দাম কৌশলগতভাবে কিছুটা নিম্নমুখী হতে পারে। তবে আমাদের দীর্ঘমেয়াদি প্রত্যাশা অনুযায়ী, আগামী বছরের শুরুতে আউন্সপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৭০০ ডলার হওয়ার লক্ষ্যমাত্রা পুনর্ব্যক্ত করছি।
গোল্ডম্যান স্যাকস আরো জানায়, কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে কাঠামোগতভাবে ঊর্ধ্বমুখী চাহিদা মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখবে। তবে ফেডের সুদহার পরিবর্তন এখনো মূল্যবান ধাতুটির দামের ওপর প্রভাব ফেলছে।
নোট অনুযায়ী, ফিজিক্যাল গোল্ড সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডগুলোও ফেডের নীতিমালা হার হ্রাসের সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে বাড়ছে।