টাঙ্গাইলের কালিহাতীতে বালুঘাট নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগে নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলী তালুকদারের গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরেক আওয়ামী লীগ নেতা হামলাকারীদের ভয়ে দৌড়ে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছেন। আজ সকালে আলী তালুকদারের বালুর ঘাটে প্রতিপক্ষ গ্রুপ অতর্কিত হামলা চালায়। রাতে আলী তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন। হঠাৎ কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালায় এবং বাইরে থাকা তালুকদারের মাইক্রোবাসে আগুন ধড়িয়ে চলে যান।
কালিহাতী থানার ওসি জানিয়েছেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।